আমারে পরিয়ো না মালা ----মূল্য
মালা'র নাহি জানায়ে,
আমারে জানিয়া দান স্থান--না মানালে,
লভিও না মানায়ে।
চাঁদের সভার মালা'খানি--আমি জানি,
অনন্য গন্ধ'ফুলেতে গাঁথা,
শোভা দান তাঁর গলে যে না--পাইলে --
পাইবেই গহন ব্যাথা।
বিশেষ না বানায়ো মোরে --হে সভ্য
ফুল মাল্য দানে,
মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচি --রহি
প্রতি ক্ষণে-ক্ষণে ।
আসরে বাজিতে ভাঙিয়া যায় --কভু
একতারা'র খুঁটি তার,
বেদনা দানিবে আনন্দ কলরোল
ভক্তি প্রীতি সমাদর।
মিলন মাল্য অন্তরে ধরি --দাঁড়াইব
আনমনা আসর কোণে,
ভাসিব সবাকার কৃতিত্ব রথে
আনন্দ গানের প্লাবনে।
তবুও বে-মানান ভাবে মানায়ে-- কি
আমারে লইতে পার,
মাল্যই দানিবে যদি --মূল্যখানিও
তাহার বিচার করো।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং তপন বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।