কত কি যে হবার বাসনা
রয়েছে আমার মনে মনে
তুমি, মা কিছুই জানো না।
ভাবি আমি বলব তোমায়
রেখে মাথা তোমার কোলে
চেয়ে নয়ন আকাশ পানে
আজ, কাল কিংবা পরশু
ইচ্ছে গুলো আমার মনের।
তবুও বলা হয়না তোমায়
ইচ্ছে গুলো আমার মনের
তাই লিখছি আমি খাতায়
নিশি-দিন এক করে দিয়ে
পড়ে শোনাব তোমায় একদিন
হাতে বেশ খানিক সময় নিয়ে।
আমি তোমার ছোট্ট খোকা
ঘরে বসে ভাবি একা একা
হঠাৎ একদিন তোমার আমি
ঘুরব দেশ পেরিয়ে বিদেশেতে
ওই নীল আকাশের মেঘ হয়ে।
তখন তুমি আমার দুই পায়ের
চিহ্ন মোটেও পাবেনা খুঁজে
সুন্দর এই ভুবনে।
তখন তুমি ডাকবে আমায়
আপন গৃহ থেকে নামটি ধরে
নয়ন জলে ভাসিয়ে দিয়ে।
শুনতে আমি পাবনা জানি
দূর ওই নীলাকাশ থেকে
তবু তোমার কথা ভেবে
নামিয়ে দিয়ে বৃষ্টি অঝোরে
মনে পড়িয়ে দেব তোমায়
তোমার সেই ছোট্ট খোকা
ঝরছে কালো মেঘ থেকে
মুক্তোর মতো বৃষ্টি হয়ে।
আবার কখনও আমি
চাঁদ হয়ে যাব ভাবি।
ছোট্ট ছোট্ট শিশুরা তখন
ডাকবে আমায় সন্ধ্যা বেলায়
আঙুল দেখিয়ে আকাশ পানে
চাঁদামামা আয় আয় বলে।
কখনও আবার ওই শিশুরা
নয়ন জলে ভাসিয়ে দিয়ে
পাবেনা ডেকে আমার সাড়া
যখন হারিয়ে যাব আমি
তারায় ভরা আঁধার আকাশে।
কেমনে বোঝাব হায়
ওদের আমি তাই
আমি তো আর
যাচ্ছি নেকো হারিয়ে
ঘুটঘুটে ঘন আঁধারে
একেবারেই বিলীন হয়ে।
আবার আমি যে
ফিরে আসব আকাশে
এক পক্ষ কাল পরে
দেখব তখন শিশুদের মুখে
ঝরছে হাসি মুক্তো হয়ে।
কখনও আবার ভাবি আমি
হতেম যদি ঘুম ভাঙানো পাখি,
উঠতেম ভোরে মা তোমার আগে
দিতেম তোমার ঘুম ভাঙিয়ে।
যদি তখন না তুমি উঠতে
সাথে সাথেই ঘুমের থেকে
তখন আমি জানালায় বসে
লাগিয়ে দিতেম মিছামিছি
জোরে খুব জোরে কিচিমিচি।
আবার কখনও ভাবি আমি
মনে মনে ঘরের এক কোণে
যখন আমি ছিলেম খুব ছোট
চাইতেম শুনতে পরীদের গল্প
রেখে মাথা তোমার কোলে
চেয়ে নয়ন আকাশ পানে
ভীষণ লাগতো ভালো তাহা
কেনই বা লাগবে নে ভালো
বলতে কি তুমি আমায় পারো?
পরীরা সবাই তোমার মতো
ভালোবাসে শিশু পেলে
আদর করে নেয় কোলে তুলে।
তাইতো ভাবে তোমার খোকা
হতেম যদি রুপকথার পরী
পরী হয়ে উড়তেম ইচ্ছে খুশি
দেখতেম জগতে কে আছে
বেশি সুখে আর কে দুঃখে বেশি।
এসব কিছু দেখেশুনে
নিতেম আমি কেড়ে
সুখীর হতে একটু সুখ
তুমি মা ভেবো না যেন
তোমার খোকা সুখীর সুখ
রাখবে নেকো আপনভেবে
নিজের ঘরে জমা করে।
খোকা তোমার দেবে বিলিয়ে
সুখীর সুখ দীনের ঘরে।
এতক্ষণে মা তোমার খোকার
হরেক রকম মনের সাধ
মিটেছে সব মনে মনে।
মিছেয় আর তোমার খোকা
ছেড়ে যাবে না তোমায়
দূরে সরে অনেক অনেক দূরে
পরী পাখি চাঁদ মেঘ হয়ে।
রইবে মা তোমার খোকা
চিরটাকাল তোমার পাশে পাশে।
আলোর পাশে ছায়া যেমন
থাকে অনন্তকাল থেকে।
- সমাপ্ত -
স্থান -
হাজারপুর, ফরাককা, মুর্শিদাবাদ।
এই কবিতাটি লেখা শুরু-10/07/2019
এই কবিতাটি লেখা শেষ 09/02/2020
রচনাকাল : ৯/২/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।