বাস্তব
চন্দন চক্রবর্তী
যদি এটা বলো-
ও স্বৈরাচারী, ও পাষণ্ড,
গরিবের রক্ত শুষে খায়,
ও ভন্ড
তবে জেনো; তুমি নেই,
জীবন চাকার দুর্বিপাকে তুমি নি:শেষিত।
যেটা ঘটার নয়, সেটাও ঘটবে
তোমার অলক্ষ্যে।
করুণ স্বরের ন্যায্য দাবিতে তুমি ভিখারী,
দীপ্ত কন্ঠের ন্যায্য দাবিতে তুমি বিদ্রোহী।
বিদ্রোহী মনোভাবে তুমি তৈরী হলেও
কালের গর্ভে তোমার বিদ্রোহ তলিয়ে যাবে,
কেননা, লালায়িত পশুর থাবায়-
তোমার সমাজ বিষাক্ত।
যদি ভেবে থাকো তুমি সাহসী;
মোকাবিলার শক্তি আছে যথেষ্ট,
তবে আর কি!
বারুদের গন্ধে আর কালো ধো৺য়ায়
তোমাকে উপহার দেবে
একমুঠো ভস্মিভূত সাদা ছাই।
রচনাকাল : ২০/১/২০২০
© কিশলয় এবং চন্দন চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।