সূর্য, পৃথিবী, চন্দ্র
রয়ে নিজ কক্ষপথে
ঘুরে চলে এ ওর ধারে।
পৃথিবীর আবর্তন সূর্য ঘিরে;
চাঁদ ও যেনো পৃথিবী ঘিরে
করছে অবিরত ঘোরাফেরা।
কারোরই কক্ষপথ নয় বৃত্ত,
সবগুলোই যেনো উপবৃত্ত।
তাই কখনো চাঁদ আসে কাছে,
আবার কখনো অনেক দূরে;
ঠিক যেমন পৃথিবী কাছে দূরে
ঘুরতে থাকে সূর্যের চারপাশে।
যখন চাঁদ আসে কাছে,
পৃথ্বীর কাছে সূর্য মামা যাই ঢেকে
একই সরলরেখায় চাঁদ আসাই।
এইভাবে হয় সূর্য গ্রহণ যেমন
ঢাকে মাঝে মাঝে চাঁদের আনন।
কেনই তবে উপোস করো?
কেনই ফেলো রান্না খাবার?
দূষণই যদি বলতে চাও,
তো দোকান গুলোও ধুয়ে ফেলো!
তা যদি না করতে পারো,
দূষণ বলেও তা খেয়ে ফেলো?
সত্যি যদি মানতে চাও
সূর্য গ্রহণ গ্রাস নয়,
নেই এতে কোনো রাহুর হাত;
চন্দ্র, সূর্য, পৃথিবী
সব এক সরলরেখায় বাস।
রচনাকাল : ১৪/১/২০২০
© কিশলয় এবং লোপা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।