#বিচার
যে দেশে গাভী মাতৃসমা
মূত্রপানে রোগ নিরাময়
উৎকৃষ্ট এমন ভাবনা যেথা
তার বিচার শাসন সর্বনাশা।
পথ চলতে হঠাৎ করে
নজর পড়ে অন্ধকারে
দুটো গরু দাঁড়িয়ে আছে
পথিক তাদের প্রণাম ঠোকে
গলির মুখে তন্বী শোনে
'মাল' বলে যায় রকের ছেলে।
গরুও আজ জেড ক্যাটাগরি
লাগলে টোকা কঠোর সাজা
যম মানুষের টানাটানি;
আমার দেশের নারী তুচ্ছ অতি
দাম নেই তার কানাকড়ি।
অনেক হলো আলাপ নাটক
সাজার বিচার, জাতের খোঁজ,
অনেক হলো জাতি এবার
তোমার মেরুদণ্ড সোজা হোক;
অনেক রক্তে ভিজলো মাটি, ছিন্ন বহু পাপড়ি কুড়ি,
দেশের বিচার, শিক্ষা, শাসন
বিক্রি হওয়া বন্ধ হোক।
মোমবাতি নয় বন্দুক ধরো
আঘাত করো, প্রলয় আনো
লেজ বাঁকাই যদি আইন হয় আজ
তবে লেজ কে আগে ছেদ করো।।
রচনাকাল : ৩/১২/২০১৯
© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।