এ মনের মধ্যে কষ্ট, আর কষ্টের মধ্যে মন,
এভাবেই চলতে থাকবে আমার এই জীবন !
একদিন শেষ হবে জীবন- দিয়ে এক বিশাল মরণ..
শত্রু-মিত্র তুমিও সেদিন
বুক ভরা কষ্টে করিবে মোরে ষ্মরণ।
সেদিন যে চিতায় উঠবে ধোঁয়া রাশি রাশি,
সে শুধু ধোঁয়া নয়..
তার মাঝে রবে মোর যন্ত্রণার তৃপ্ত হাসি।
সেই ধোঁয়া তোমারা কভু লাগিয়ো না জীবন চোখে,
- নাহলে আমারই মতো তোমার এ জীবন ভরিবে দুখে!
তাই বাঁচতে হলে বাঁচো ভুলে সব কষ্ট,
হোক না কঠিন সে ভবিষ্যৎ,
নাই বা হলো জানা অজ্ঞাত-অদৃষ্ট !!
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।