প্রবাহিত জীবন স্রোত নদ- নদীর ধারার প্রায়; কখনো ভাটার টানে, কখনো জোয়ারে ধায়। নদী মরুর তটে কখনো যায় থমকে; কখনো বালুকাময় সুড়ঙ্গে পথ খুঁজে পায় নিজমনে। সব নদী পারে না মরুর উষ্ণতাকে হার মানায়ে বালুকা চরের বাধার মানা দূরীভূত করে মোহনায় মিলতে। জীবন যুদ্ধও নদীর প্রবাহ; কখনো হয় জয়লাভ, কখনো রূঢ়তা মানায় হার।জীবন প্রতীত প্রবাহের বাঁকে; প্রবাহ হারিয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ ন্যায়।রচনাকাল : ৫/১/২০২০