আজব ডাক্তার
আউটরামের ঘাটের কাছে মুক্তারামের ডেরা,
সারাটা দিন ঠেলা ঠেলে,রাত্রে ঘুমে 'মড়া'।
শেষ রাত্রে পেটের ব্যথায় ঘুম টা গেল ছুটে,
ঘটি হাতে পাঁচ ছয় বার গেল নদীর ঘাটে।
এতেও যখন কমলো না তার পেটে তে যন্ত্রণা,
পাশের ঘরের গোপী র সাথে করে সে মন্ত্রণা।
মহল্লাতেই হারু নামে আছে এক হাতুড়ে,
হোমিওপ্যাথি,ইউনানী আর কবিরাজি করে।
জড়ি বুটি,পাঁচন বেচেই মহল্লাতে নাম,
জাগিয়ে তাকে,করুণ সুরে বলে মুক্তারাম-
"পেট মে বহুত দরদ হুজৌর,মরছি হামি ডরে,
সাদি উদি কুছ না হুয়া,ক্যায়সে আভি মরে?
দুহাই বাবু,গরীব আদমী,বোলবে না বাত ঝুটি,
সাঁঝ সে তো ম্যায় কুছ না খায়া,ছোড়কে বারহা রোটি।
পাঁচ ছ দফে ঘাট মে গিয়া,কুছ না হুয়া কাম।
জলদি দাওয়াই দে দো বাবু,"জয় সিয়ারাম"।
হোমিওপাথি করলে হারু ইংরাজীতেই বলে,
মওকা মতন মুর্খ মানুষ তেমন রুগী পেলে।
খামচে ধরে পেটের নাড়ী,বলে- "মুখটারাম,
ইউ আর মাই গুড পেশেন্ট,নাউ ওয়েলকাম।
হোয়াই ইট টুয়েল্ভ ব্রেড,উইথ ব্রিঞ্জাল ফ্রাই ?
ড্রিঙ্কিং নো কুল ওয়াটার,ইয়োর স্টমাক ড্রাই।
ইয়োর বেলি এয়ার ফুলি,আউট ইয়োর গ্যাস,
ডক্টর ফিস টেন রুপীস,পে মি ইন ক্যাশ।
দিস ট্যাবলেট থ্রি টাইমস্, আফটার দি মিল,
কাম এগেইন,মিট মি দেন,হোয়েন ইউ আর হিল।"
ব্যথায় কাতর মুক্তারামের রাগে তে মুখ লাল,
বলে-"হামি গরীব আদমী,দেশ কা এইসন হাল।
আপনি হামায় অংগ্রেজিতে দাওয়াই দিলেন বলে?
মেহেরবানি,বাংলা বোলেন,বাংলা হামার চলে।"
হারু বলে,"ইংলিশ স্পিকিং,টেন রুপীস ফিস,
বাংলা বলতে পারি,যদি কুড়ি টাকা দিস।
***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************************
রচনাকাল : ১১/১২/২০১২
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।