চোরা অভিমান, জুড়তে বসে, শরীর খোঁজে,
ভাঙ্গা-কবিতার সন্ধান... শেষ রাতের
ব্যর্থ অভিপ্রায় ।
কঠিন অভিসন্ধি, তরল-হাসি, ভেজা-বাতাসে
বেসামাল চুপকথা বন্দী... জাদু বাক্সতে
অলিক সঞ্চয় ।
আলোক-কথা, নিয়ন শহুরে অলি-গলিতে,
হারায় রাস্তা... যেখানে শুধু
বজ্রপাতের ভয় ।
প্রতি রাতে কথা হারে, নিখাদ শব্দ
খাদে পড়ে... সার্থক হোল
অভিনেতার অভিনয় ।
কথারা কবিতা লেখায়, সে কথাদের
সমাধি কবিতায়... তবে কবি তোর
কিসের সংশয় ।
কার যেন, ফুঁৎকারে , টেলিপ্যাথি
কথা বলে... এত সেই, চেনা মুখ, চেনা সুখ,
চেনা পরিচয় ।।
রচনাকাল : ৩/১২/২০১২
© কিশলয় এবং সৌমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।