মনটা আমার শীর্ণ নদী
যেন ভাঁটার টান।
তবু কেন হয় উতলা
শুনলে কুহু তান?
বুকের কাছে চিনচিনে ভাব
হৃদয়ে ধুকপুক,
মন উদাসী,লাজুক হাসি,
কাজেতে ভুল চুক।
রক্ত পলাশ,রক্ত শিমূল,
চৈতালি এই দিনে,
কি সুখেতে জ্বলে মরিস!
প্রেমের-ই আগুনে ?
ওই রঙেতে রাঙালে হায়
মন করে আনচান।
প্রেম সাগরের অতল জলের
শুনি আহ্বান !!
কৃষ্ণচূড়ায় গোধূলি রঙ,
অপরাজিতা নীল।
প্রজাপতির রঙীন ডানায়
রোদ কাঁপে ঝিলমিল।
সবুজ পাতার ঝালরে মুখ
লুকায় রে করবী।
বসন্তের এই অন্তে কেন
মন হারালে কবি ?
মনের আকাশ,ঝড়ের আভাস,
প্রেমের ঘনঘটা,
কি জ্বালাতন! জুড়াব মন,
বরষে না এক ফোঁটা !!
খরচ তো নেই এতটুক,
জমছে যে প্রেম ভারী।
এত প্রেমের বোঝা বলো
বইতে কি আর পারি ?
চৈত্র শেষে বাজার জুড়ে
কেনাকাটার ধুম।
প্রেমে বোঝাই মনের গুদাম
তাই চোখে নেই ঘুম।
যে দিকে চাই,নেই কো কামাই
ক্রেতার ছড়াছড়ি,
সস্তা দরে কিছুটা প্রেম
বিক্রি না হয় করি!
কিনতে যে চাও,কিনতে পারো,
দিয়ে ভালবাসা।
ঠকবে না তা বলতে পারি
রাখতে হবে আশা।
শীর্ণ নদী দুকুল ভাসায়
পেলে বাদল ধারা,
চৈত্র দিনে সেই স্বপনে
হোক না রে মন হারা।।
**************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************
রচনাকাল : ২৬/৬/২০১৩
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।