ও বন্ধু তুই ফিরে আয়
এ দেশ ছেড়ে যাবি না
এই সুখ কোথাও খুঁজে পাবি না।
আজ কথা হবে প্রাণ খুলে
গান হবে মনের দোলে
নদীর পাড়ে বৈঠক হবে
ক্যাম্পাস জুড়ে আড্ডা হ।
বন্ধু সবাই সারা বেলা
মনের আনন্দে হবে খেলা
বন্ধুরা ইচ্ছামত ঘুরে বেড়াই
অসীম অজানাতে নিজেদের হারাই।
ব্যস্ততাকে আজ ছুটি দিয়েছি
স্বাধীন্তার উৎসবে আজ মেতে উঠেছি
বাংলায় কথা বলি বাংলায় গান
বাংলায় হাসি খেলে মন প্রাণ
ইচ্ছে হলেই একসাথে থাকি
বন্ধুর হাতে নির্ভার হাত রাখি।
এত আনন্দ তবু মনে হাহাকার
তুই নেই তাই মন কাঁদে আমার
প্রিয় স্বদেশ ছেড়ে গেলি চলে
জীবনটা রঙিন করে সাজাবি বলে।
তুই আসবি ফিরে তোর প্রিয় স্বদেশে
তোকে বুকে জড়াব হাজার ভালোবেসে
তোকে খুব মিস করি আজ তাই
আবার তোকে নিয়ে রাজপথে হাটা চাই।
ও বন্ধু তুই ফিরে আয়
কথা দে আর যাবি না
এই সুখ কোথাও খুঁজে পাবি না।
রচনাকাল : ২/১১/২০১১
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।