প্রকৃত ভালবাসা কি?
সে কি শুধুই কিছু স্বার্থ সিদ্ধির পথ?
নাকি লোভ লালসা চরিতার্থ করার উপায়?
জীবন থেকে যে আজ অনেক দূরে,
যে আজ নিজের কাছে নিজেই পরাজিত, লাঞ্ছিত, অবহেলিত,
সে হয়ত শোনাবে অন্য গান!
বলবে ভালবাসা হল...
জীবন, মৃত্যু, আশা, ভরসা, সুখ, দুঃখ, হাঁসি, কান্না... এ সবের মিশ্রণ!
বলবে ভালবাসা হল মন্দির...আর তারই মাঝে ঈশ্বর তুল্য সেই প্রতিচ্ছবি,
যা আজও যতনে লুকোনো আছে মনের মণিকোঠায়!
সে হয়ত বলবে...
নিঃস্বার্থ, হৃদয় উজাড় করা ভালবাসা,
দীর্ঘ দিনের ভালবাসা রূপী অভিনয়ের থেকে অনেক বড়!
সে হয়ত মহীরুহর থেকে ছোট চারাগাছ রোপণেই বিশ্বাসী,
যাকে সে নিজের বুকের রক্তে সিঞ্ছিত করে একদিন মহীরুহ করে তুলতে চায়!
বা সে হয়ত কিছুই বলবেনা...
সে যে আজ জীবন থেকে অনেক দূরে,
শুধু স্থির নির্বাক দুটি চোখই হয়ত সকল প্রশ্নের উত্তর দিয়ে যাবে!
সময়-ঘড়ির কাটা টিক-টিক শব্দে ঘুরে যায়, সে থেমে থাকেনা,
বুকের ভেতর টিক-টিক শব্দটা ধীর, ক্ষীণ সুরে বাজে...
পশ্চিমের আকাশে অস্তমিত সূর্য শেষ হাঁসি হেঁসে যায়,
আর বলে যায়...
’জীবন-ঘড়ির কাটা স্তব্ধ না হলে...আবার দেখা হবে বন্ধু তোমার-আমার...সেই পূবের আকাশে’।।
২৫।০৭।২০১২
রচনাকাল : ২৪/৭/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।