জ্ঞানগর্ভ ভরা উন্মাদ মেঘের অবিরাম বর্ষণে...
জন্ম আমার!
বিরহের প্রশান্ত শ্রাবণে
মনের গোপণ কুঠরে মিলণ আলো-অমার!
আমি মনে মনে কেঁদে...
মলিণতা করেছি নিরবে পরিষ্কার;
পঙ্কিলের ভাঁজে ভাঁজে
আমার জন্য গাঁথা.. সরলতার তিরস্কার!
যে কাঁন্না কেঁদেছি জন্মের পর পর
সে কাঁন্নাই ফিরে ফিরে আসে বছর বছর...
তাই বুঝি কাঁন্না ভরা মনটাকে স্বার্থপরের মত...
তার কাছে রেখে এসে বিরহে হয়েছি হত!
চোখের কাঁন্না লুকাতে গিয়ে...
মনের কাঁন্নায় হয়েছি অভিশপ্ত!
ভলবাসায় উষ্ণ হতে গিয়ে..
যাতনায় হয়ে চলেছি তপ্ত!
তবু এইটুকু মনে আশা,
(তোমাকে না পাই!)
পাবো পৃথ্বির ভালবাসা!
তাই জীবনের টাইমলাইনে
এলে পরে জন্মদিন,
আমার আমিকে ছাড়িয়ে নিজেকে.
ভাবতেই পারি একটু ভিন!
তমস/৮/৭/২০১২ইং
রচনাকাল : ৩/১০/২০১২
© কিশলয় এবং বিরহের কবি আমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।