শ্যামনগরের উঠতি যুবক 'ব্রজহরি বল',
সব বিষয়েই কারণ খোঁজেন,এতই কৌতুহল।
বাজার যাবেন,থলে হাতে,ডাকেন-''রিকশাওয়ালা,
কত নেবে রিকশা ভাড়া ? যাব বাদামতলা।''
রিকশাওয়ালা দৃষ্টি দিয়ে তাঁকে পরখ ক'রে-
বলে,''বাবু,দিতে হবে তিরিশ টাকা মোরে।
এর কমেতে যাব না কো,যতই করুন দর,
সুবিবেচক রিকশাওয়ালা,আমি-'নিতাই ধর'।''
'রিকশাওয়ালা সুবিবেচক' শুনতে লাগে মজা,
উঠে বসেন ব্রজহরি,কারণ টা চাই খোঁজা।
চলতে চলতে শুধান তিনি,''দুই মাইল পথ মোটে,
তাতেই নেবে তিরিশ টাকা ? পিত্তি গেলো চটে।
বললে,তুমি সুবিবেচক,কেমন বিবেচনা ?
নিচ্ছো কেন তিরিশ টাকা,কারণ টা চাই জানা।
দুই মাইল পথ রিকশা ভাড়া পনের টাকাও নয়,
কেমন করে তোমার ভাড়া তিরিশ টাকা হয় ?''
নিতাই বলে,''শুনুন তবে আমার চিন্তাধারা,
ধর্ম পথে দায় বুঝে ঠিক করি রিকশা ভাড়া।
শিশু,নারী,বয়েস বেশী,বলার কিছুই নাই,
তাদের কাছে এইটুকু পথ দশটি টাকাই চাই।
তার চেয়ে কম নিতে পারি হ'লে দুঃস্থ,রোগী,
কানা,খোঁড়া,নুলো,বোবা,সাধু,ফকির,যোগী।
রিকশা চড়ে দায়ে পড়ে,নেই কো প্রচুর টাকা,
ভাড়ার নামে তাদের পকেট করি না কো ফাঁকা।
কিন্তু যারা টাকার কুমীর,মহাজন,সুদখোর,
জমির দালাল,উকিল,মাতাল,ভদ্রবেশী চোর,
অসৎ পথে কামাই করে,ক্ষমতা দেখায়,
ওদের কাছে পঁচিশ-তিরিশ চাওয়া কি অন্যায় ?
রাজনৈতিক নেতা,যারা করেন দাদাগিরি,
সমাজ সেবার আড়ালেতে করেন পুকুর চুরি।
পকেটেতে প্রচুর টাকা পরের পকেট মেরে,
বাগে পেলে ষাট-সত্তর নেবই আদায় ক'রে।''
ব্রজহরি বলেন,''তোমার কথা নিলাম মেনে,
আমার ভাড়া তিরিশ টাকা,বলো কি কারণে ?''
নিতাই বলে,''গরীব মানুষ গতর খেটেই খায়,
রিকশা চড়ে বাজার যাবে ভাবলে হাসি পায়।
তরুণ তাজা যুবকেরা অলস নয় কো মোটে,
এই টুকু পথ জলভাত,তাই অনায়াসেই হাঁটে।
চাইলে পরে যেতে পারে স্কুটারে,সাইকেলে,
রিকশা চড়ে বাজারে যায় অলস ও বে-আক্কেলে।
সবে তুমি উঠতি যুবক,বয়স তো নয় বেশী,
এই বয়সেই হয়ে গেছো আয়েসী,বিলাসী।
দুই মাইল পথ হাঁটতে যদি কষ্ট তোমার হয়,
সৎ পথেতে খেটে খাওয়ার মানুষ তুমি নয়।
তোমার মত আয়েসীরাই আজকে দেশের নেতা,
অসৎ পথে ফুলে-ফেঁপে,দেখান নানা কেতা।
তাদের পথেই চলছো তুমি,এখন শিক্ষানবিস,
জরিমানা যোগ করে তাই তোমার ভাড়া তিরিশ।''
***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************************
রচনাকাল : ১/১০/২০১২
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।