১
"প্রতিবাদ"
চিক্ চিক্ ডেকে বলে চার চামচিকে,
চামড়া চাটি না,তবু শুনি না কি লোকে-
চর্মচটিকা বলে নিন্দা রটায়,
চামড়ার চটি পরে নিজেদের পায় !
চাই এর প্রতিবাদ,চলো চার দিকে।
২.
"বন মুরগী"
বনগাঁ-র বনে গিয়ে বনমালী সেন,
বন মুরগীর না কি দেখা পেয়েছেন!
বন মুরগীরা কেন ঘোরে বনে বনে,
পোষ কি মানে না ওরা বাড়ীর উঠানে ?
ভেবে সারা বনমালী ঘরে ফিরেছেন।
৩.
"নাচলো না কেন রাধা ?"
সাত দিন সাত রাত চোখে ঘুম নাই,
সাত মণ তেল পুড়ে বৃথা হলো ছাই।
নাচলো না কেন রাধা ?
কে বা জানে কিসে বাধা,
নাচবে যে রাধা,তার উঠান ই তো নাই।
৪.
"মুখোমুখি"
মুখোমুখি দেখা হলে মুখ বুঁজে চলি,
মুখ ফসকিয়ে পাছে কিছু বলে ফেলি।
মুখচোরা সেজে থাকি,যেন মেনি-মুখো,
ভাবখানা- আহা ! তুমি কত সুখে রাখো।
দশহাত দূরে গিয়ে করি গালাগালি।
৫.
"ঘোড়া রোগ"
ধনীদের " ঘোড়া-রোগ"-এ নেই কোন দোষ,
তাই শুনে গরীবেরা করে আফসোস -
এ কেমন বেয়াদবি,
সব ই তোরা কেড়ে নিবি ?
বাধা দিয়ে দেখ,দেখি কতটা সাহস !!
৬.
"প্রতিজ্ঞা পালন"
"ললনার ছলনা তে ভুলিব না আর"-
কান মলে যদুপতি বলে বার বার।
সন্ধ্যায় বাড়ী ফিরে,
ঝি কে পেয়ে ফাঁকা ঘরে,
বুকে চেপে ধরে বলে,"তুমি যে আমার"।
৮.
"বর দান"
ঘুমের ঘোরে স্বপ্নে তুমি বর দিতে চাও ঈশ্বরী ?
"আমার স্ত্রী হোক মোটামুটি,সবার স্ত্রী হোক সুন্দরী।"
স্ত্রী যদি হয় হাবা-গোবা,
তার পিছে আর লাগবে কে বা ?
বর দাও মা,পরস্ত্রী-দের সঙ্গে সুখে প্রেম করি।
৯.
"কোন মতে "
প্রাচীন পন্থী প্রতাপ বাবু প্রতি দিন-ই প্রাতে,
প্রাতঃভ্রমণ শেষে প্রাতঃস্নান ও করেন ছাতে।
শহর ঢাকা দালান-কোঠায়,
সবুজ মাঠ আর পুকুর কোথায় ?
টবের গাছ আর জলের কলে চালান কোন মতে।
১০.
"প্রমাদে বিষাদ "
প্রফুল্লিত প্রফুল্ল রায় প্রমোদ ভ্রমণ কালে,
প্রলুব্ধ এক প্রাচ্য মশক প্রশস্ত কপোলে
প্রণয়-লীলায় দংশিল হায়!
প্রাণান্তকর ম্যালেরিয়ায়
প্রাণবিয়োগে জীবন ইতি প্রবাসে অকালে।
**************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************************
রচনাকাল : ২৬/৬/২০১৩
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।