অবাক বিস্ময়ে দেখছে ঈশ্বর
-- কাজী এনামুল হক
(বেগুনবাড়ী ও নিমতলীর মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে)
(পোশাক শিল্পের সাম্প্রতিক ঘটনা নিয়ে লিখতে গিয়ে এর চেয়ে
কোন বেশী কষ্ট জাগেনি মনে তাই লিখতে পারলাম না বোধহয়)
বেজম্মা!! শুঁয়োর!!!
কি? চমকে উঠলেন সবাই!
কেন? সঙ্গত কোন
কারন আছে কী চমকাবার!!
এতোগুলো জীবন এইভাবে
বুঝবার আগেই বিদায় হলো,
শুধু দাফনের দান হাতে দিয়েই
আপনাদের বিবেক স্বস্তি পেলো!
ক্যামেরার সামনে নাটকীয় দর্শন
কুম্ভীরাশ্রু,- কৃত্রিম শ্বান্তনা
বিশ্ববাসী দেখবে বাহবা দেবে
এই আপনাদের সামাজিক দায়বদ্ধতা?
বেগুনবাড়ীর ভবন ধ্বসে প্রাণহানি,
একটিও মৃত্যুপ্রাণ ফিরে আসেনি
কিন্তু রাত পোহাবার আগেই
নতুন ইমারত উঠেছে সেখানে।
অথছ দেখুন,- হ্যাঁ সবাই দেখুন
এখনও ঝুঁকিপূর্ণ্ অসংখ্য ভবন
দাঁতাল শুঁয়োরের মতো বিদ্রুপাত্মক হাসিতে
কেমন উপহাস করছে আমাদের।
ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে
টিভি চ্যানেল নিষিদ্ধ হচ্ছে
নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক
ডিজিটাল দেশের উজ্জ্বলভবিষৎকল্পে।
আর বেজম্মা কেমিক্যাল ব্যবসায়ী
আবাসিক এলাকায় গড়ে তুলেছে
রাসায়নিক গুদাম! কেউ দেখলো না
জানলো না, জানালো না কাউকে।
আইনের হাত এখানে পঙ্গু
নাকি তদবীরে তদারকি হয়েছে,- হচ্ছে
চলছে প্রতিযোগিতা প্রতিপত্তি ও সম্পত্তির!
হাস্যকর তদন্তকমিটি! আবারও ভেল্কিবাজি!!
প্রাণ দিয়ে পৈশাচিক অভিজ্ঞতা নিষ্প্রয়োজন
বাবার বুকের সাথে মিশে গেছে
পুড়ে প্রিয় সন্তান। হা ঈশ্বর!
তুমিও দেখছো অবাক বিস্ময়ে!!!
=== == = = = = = =
০৪ জুন ২০১০, কুয়েত
রচনাকাল : ১/১২/২০১২
© কিশলয় এবং কাজী এনামুল হক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।