বোঝোনি আমার মন তুমি কোনোদিন ,
কিভাবে মেটাবে বল আমার এই ঋণ ?
কষ্টেরা বেড়ে চলে দিন প্রতিদিন ,
তুমি ছাড়া পৃথিবীটা যেন সীমাহীন |
ছিলো মনে কত আশা তোমাকে ঘিরে ,
বাধবো যে সুখে বাসা অজানা নীড়ে |
চলে গেলে আমাই ছেড়ে কোন সে ভিড়ে ,
নিরাশায় ঢাকছে আবার আমাই ধীরে |
আমার শিরা-উপশিরায় লেখা আছে তোমার নাম ,
কি করে মুছবো ওটা রক্তের অনেক দাম |
ক্ষত শুকিয়ে গেছে কি আজকে তোমার বুকে ?
কেন ডাকছোনা আমাই ওগো নিজের মুখে |
তুমি কি ভাবলে ভালবাসা খুব সস্তা ?
ওটা কি শুধুই তোমার এগিয়ে যাবার একটা রাস্তা ?
কোন এক অজানা পথে, হঠাৎ রাতে দুঃখ পেলে -
দেখো নামটি আমার তোমার বুকে ঐ মালার ফুলে |
রচনাকাল : ৫/৯/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।