আজি শরতের নীল আকাশে
ভেসে চলেছে মেঘ-দূতেরা,
মন ভোলানি গানের ভেলা
বেজে চলেছে আনমনা।
শহরতলির ছোট ছোট সবুজ বনে
জেগে উঠেছে শ্বেত কাশেরা,
তাদের পালক পালক ঝোটন দেখে
হচ্ছে আপ্লুত জীব কুলেরা।
কুমোরটুলিতে আজ বড্ড তারা
নেইকো সময় আর,
সাড়তে হবে আনেক কাজ
পূর্ণ করতে হবে মায়ের সাজ।
বাতাস এক মিষ্টি সুবাসে ভরা
সাদা চাদরে ঢাকা শিউলি গাছের তলা,
ছাতিম-ও আজ করছে অপেক্ষা
দেখাতে তার অপূর্ব পুষ্প-শোভা।
সাদা বক গুলো সারি হয়ে
দাড়িয়ে আছে ধান ক্ষেতের মাঝে,
নীল আকাশে উড়ে চলেছে
পায়রা গুলো দল বেঁধে বেঁধে।
গাছের সবুজ পাতা গুলি
যেন পেয়েছে নবজন্ম কিছুক্ষণ আগে,
চক-চকে রূপ নিয়ে তাকিয়ে আছে
এক দৃষ্টে আকাশের পাণে।
ভোরের কুয়াশা এসে
জমা হয়েছে শিশির রূপে,
ত্রেপান্ত বিস্তৃত কোচি সবুজ
ঘাসেদের কলে এসে।
আজ মন যতই হোকনা কেন
গোপন ব্যথায় তীব্র ভারাক্রান্ত,
প্রকৃতির এই অপূর্ব শোভা
মনকে করলো শীতল শান্ত।
রচনাকাল : ২৫/৯/২০১২
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।