হ’তাম যদি পুরুষ প্রজাপতি
********************************
হ'তাম যদি পুরুষ প্রজাপতি !!
কি আর হতো এমন বিরাট ক্ষতি ?
থাকতো না এই উপার্জনের পালা,
মানুষ হবার হাজার রকম জ্বালা !!
সারাটা দিন রঙীন ডানা মেলে,
ফুলের বুকে কেবল হেসে খেলে,
মধু পানের তৃপ্তিতে মন ভরা,
যেথায় খুশী সেথায় কেবল ওড়া।
পেলেই কাছে নারী প্রজাপতি,
মন ভুলিয়ে অতি দ্রুতগতি-
দিতাম তারে উজাড় করে মন,
থাকতো না এই মিথ্যে আবরণ।
নিত্য নতুন সঙ্গী বদল ক'রে
কি সুখ ! তা আর বুঝাই কেমন করে?
নতুন প্রেমের নতুন কলরব
প্রতি দিনই বসন্ত উৎসব।
ক্লান্ত দেহে ফুলের বুকে শুয়ে,
সৃষ্টি সুখের উল্লাসে গান গেয়ে
ভোগ করা এক অবাধ স্বাধীনতা,
থাকতো না এই দীনতা,হীনতা।
মানুষ হয়ে কি সুখে বা আছি ?
বাঁচতে হবে বলেই কেবল বাঁচি।
লক্ষ লোকের সঙ্গে পরিচয়,
সবাই চেনা,কেউ তো আপন নয়।
মানুষ হলেই নানান প্রয়োজন,
হাজার কাজের হাজার আয়োজন।
অনুশাসন,সংস্কারের বেড়ি,
নিজেকে হায় চিনতে কি আর পারি ?
মানুষ মানেই হাজার রকম লড়াই,
মিথ্যা সুখ আর ভালবাসার বড়াই।
সব আছে তা ও মন টা যেন ফাঁকা,
স্বার্থ মগন,সারা জীবন একা।।
********************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
********************************************
রচনাকাল : ৩০/৩/২০১৪
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।