ঐ বুকে কান পেতে, নীরবতা শুনেছি শব্দ ভাঙ্গার আওয়াজ পাইনি । আজও একটা হাসি, অতিদ্রুত ঢুকে পড়ে, সাজানো বেডরুমে, কাঁধে হাত রেখে । একখন্ড পরিচিত সভ্যতা, এখন অপরিচিত ককটেল, সরলতার পদবী বদলে । ভেতরে তোলপাড়, তবুও সিঁধ কাটে জেদ, মুহূর্ত কে দশ ভাগ করে--- একদিন চৌরাস্তার মোড়ে, প্রেম শেখাবো অবশ্যই, গুটি কয়েক কাউন্টারে--- -------শান্তনু পানিগ্রাহীরচনাকাল : ৩১/১২/২০১২