সমাজ – বন্ধন – সম্পর্কের জাল
ফাঁদে ফেলে আবাদ্ধ করে ভালবাসার মুক্ত হাওয়া . . .
জাল ছিঁড়ে বেরিয়ে আসি,
স্বাধীন ভাবে ভালবাসি
যত দেখি, কাছে আসি
কথাবলি, মিলিমিশি - তত আমি ভালবাসি . . .
কাউকে মন দিয়ে কাউকে শরীর দিয়ে,
কখনও আনুভুতির সূক্ষ্মতায়
কখনও কঠিন বাস্তবতায়,
কাউকে সংগোপনে কাউকে অকপটে,
কখনও শরীরের প্রয়োজনে
কখনও স্বতঃস্ফূর্ত মনে,
এভাবেই -
কাউকে বন্ধুত্বের টানে আর কাউকে জীবনের গানে
কখনও শরীর কখনও মন
দোঁহারেই সংগোপনে - মনের কোনে
সযত্নে করেছি লালন।।
হাজার বছরের সংস্কার
মানুষের অস্থি – মজ্জায় যার বাস
সেখানেই আবদ্ধ করে
মনের স্বাধীন ইচ্ছাকে,
তারই হাত ধরে - ভালবাসা ঘুরতে থাকে ।।
নিজে হাতে ছিঁড়ে ফেলা জাল
কে জানে কিভাবে
আবার অক্টোপাসের মত
জড়িয়ে ধরে – জীবনের পথ।
অন্ধকারের সব ভাবনা
কেমন যেন এলোমেলো হয়ে যায়
দিনের আলোয়।।
মস্তিষ্কের কুঠুরিতে খোঁজ নিয়ে দেখি
অস্থি মজ্জা থেকে তৈরী হওয়া রক্ত
বাস করে হৃদয়ের প্রকোষ্ঠে,
পথ হারিয়ে জীবন ভোর
দৌড়ে বেড়ায় শরীরের কোনে – কোনে,
শরীরময় চারিয়ে থাকে হাজার বছরের সংস্কার।।
তবু আমি ভালবাসি,
যত দেখি, তত আরো বেশি করে বাসি
কাউকে মন দিয়ে, কাউকে শরীর দিয়ে
জানি না কার কাছে কি ?
আমার কাছে দুটোই সত্যি, বড় প্রিয় -
যেন জীবনের উপর জীবন করেছে ভর।।
দেখি কখনও এ মায়া কাটে কি না . . .
কে জানে
হয়ত বা কাটতে ও পারে . . . রক্তস্রোত থামার পর!!!
রচনাকাল : ২৪/১১/২০১২
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।