এমনও এক সময় ছিল, যখন কলম ছিল মুখচোরা-দের অস্ত্র,
কলম আমার নগ্ন এখন, হয়েছে বিবস্ত্র।
তাই কলম, দুহাতে এখন ধরবে নায়ের হাল,
কলম এখন নাবিক হয়েছে, জেগেছে মহাকাল।
বিপন্ন অভাবি চোখগুলো ডাকছে এখন,
তাদের নেই শিক্ষা,তারা বোঝেনা কালির লেখন।
কলমের খোঁচায়,মেটেনা পেটের জ্বালা,
মেটেনা গৃহহীন জীবন, অভুক্ত পেটে থাকে না বর্ণমালা।
তাই কবিতা যেমন চলছে চলবে,
কলম শুধু একঘেঁয়ে দিনবদলের কথা বলবে।
তবে হাত-পা-মুখ এরাও রবে না থেমে নির্জিব কবিতার মত,
এরা সমাজের বুকে লড়বে,কবিতা গুলো জীবন্ত হয়ে উঠবে।
যে কবিতা কবিকেই নামাতে পারেনা মাঠে,
সেই কবিতা কেন সাধারন লোক পড়বে ?
আমার কলমের ভাষায়, আমিই নাচব একা,
দিন বদলের স্বপ্ন নিয়ে, যতদিন পারি বাঁচব।
কৃতদাস হয়ে সুখের জীবন, আমার জন্য নয়,
আমি চিরদিন আগামির সাথে লড়ব।
রচনাকাল : ২৩/৩/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।