বৃষ্টি এলো সকাল বেলা জুড়িয়া দিয়া সব জ্বালা
এক হাতে ছিল কাগজ আর এক হাতে চা-এর পিয়ালা
উদাস করে মন যখন শুরু হলো ঝমা ঝম
সকল এলো মনে শুধু তোমার মুখ মনে এলো না।
হইতো গেছে বীছেদ বছর দুই
তা বলে কি এক বারো আমার কথা মনে পরে না
রেখে হাতের উপর হাত , কাটিয়েছি কত বিনিদ্র রাত
তবু হায় একটি বারের জন্য তোমার মুখটি মনে এলো না।
কাজের চাপের মাজে কখনো ভুল করে
ফাইল ভর্তি দেরাজের দিকে তাকিয়ে
account এর কঠিন হিসাব গুলা কষতে কষতে
একটি বারের জন্য তোমার মুখটি মনে এলোনা।
বিকালের পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে
গঙ্গার মাজে লঞ্চের থেকে ঝাপ দেবার আগে
অবধি তোমার মুখটি একবার মনে এলো না।
রচনাকাল : ১৮/৯/২০১২
© কিশলয় এবং manas কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।