না থাকাটা অল্প থাকার চেয়ে বরং ভাল
*********************************************
সকাল বেলায় কাগজ খুলেই বিরাট বিজ্ঞাপন
দেখে খুশী কমবয়েসী যুবক বৃন্দাবন।
সম্প্রতি তার মাথায় কি এক সর্বনেশে রোগে
চুল ঝরে টাক যাচ্ছে বেড়ে অতি দ্রুত বেগে।
মনমরা,তাই খোঁজে -'এমন ওষুধ কোথায় পাবে,
মাখালে,বা খেলে, মাথায় চুল ফিরে গজাবে?'
স্বপ্নে পাওয়া এমন দাওয়াই করে নি সে আশা,
মুগ্ধ চোখে পড়েই চলে 'বিজ্ঞাপনের ভাষা'।
"কপাল দোষে কম বয়সে যাচ্ছে কি চুল পড়ে ?
চওড়া কপাল,তেলতেলে টাক,সামান্য চুল ঘাড়ে ?
মনের দুঃখে বিরস মুখে মাথায় পড়েন টুপি ?
লজ্জা কি ভাই,দৈব দাওয়াই,নয় কোন কারচুপি!
নিজের হাতে পরখ করে দেখুন তো এক বার,
স্বপ্নে পাওয়া দৈব এ তেল কেমন চমৎকার!!
সাত দিনেতে চুল গজাবে,গ্যারান্টি দিই পাকা,
বিফলেতে মূল্য ফেরত,সঙ্গে হাজার টাকা।
আসুন সবাই দয়া করে গড়িয়াহাটের মোড়ে,
সেখান থেকে ডাইনে সোজা তিন টে গলি ছেড়ে,
পাবেন বাঁয়ে আশ্রমেতে শ্রীমৎ মহেশ যোগী,
সকাল বিকাল মিলিয়ে দেখেন পাঁচশো টেকো রোগী।
চারশো টাকা প্রতি শিশি,পাইকারী তে নিলে-
একসাথেতে তিন শিশি তেল হাজার টাকায় মেলে।
নিজে মাখুন,বিক্রি করুন এমন আজব তেল,
অল্প দিনেই দেখতে পাবেন চমৎকারী খেল।"
কাগজ থেকে চোখ ফিরিয়ে বৃন্দা ভেবে মরে,
তাড়াতাড়ি দৈব এ তেল আনবে কেমন করে।
সে দিন রাতেই অফিস-ফেরত গড়িয়াহাটে গিয়ে,
বাড়ী ফেরে ঝকঝকে এক তেলের শিশি নিয়ে।
একনাগাড়ে হপ্তা জুড়ে মাথাতে তেল মেখে,
এক সকালে বৃন্দা হঠাৎ আয়নাতে মুখ দেখে-
চমকে ওঠে,'এ কি ! মাথার চুল গিয়েছে কোথা ?
বালিশে চুল ছড়িয়ে আছে,শূন্য নেড়া মাথা।'
তাড়াতাড়ি পোষাক পরে গড়িয়াহাটে গিয়ে,
বৃন্দা দেখে,ইস্তাহার এক রেখেছে ঝুলিয়ে।
তা তে লেখা -"বন্ধু সকল,কেমন মজার তেল ?
বলেছিলাম,অল্প দিনেই দেখতে পাবেন খেল !!
ভেবেও আমার পাচ্ছে হাসি,মানুষ এত বোকা?
সাত টি দিনে আড়াই হাজার লোককে দিয়ে ধোঁকা,
কামিয়ে নিলাম লক্ষ দশেক,পেলাম নগদ পুঁজি,
ব্যবসা করে ফিরবে কপাল,রাখতে পারি বাজি।
দুঃখ কিসের ? শিক্ষা পেলেন,চারশো না হয় গেলো,
'না থাকাটা অল্প থাকার চেয়ে বরং ভাল।'
অল্প চুলের দুঃখে যারা ভোগেন মনের রোগে,
বলুন দেখি,চুল কি এমন মহান কাজে লাগে ?
মাথা তো সাফ,লুকাতে পাপ,পরচুলা নিন কিনে,
আমার কাছেই হয় তো পাবেন অন্য কোন স্থানে।
থাকলে হাতে অল্প টাকা,খুলতো কি আর মাথা?
মাপ করে দিন দাদারা সব ভুলে মনের ব্যথা।।"
*****************************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
******************************************************
রচনাকাল : ৩০/১২/২০১৩
© কিশলয় এবং শ্রী সমর কুমার সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।