এইতো সেইদিন আপন মনে
ভাবছি নীরব বেলায়,
কেমন করে কাটিয়াছি?
আমার শৈশব জেলায়।
সোনালি রোদে ঘা ভাসিয়ে
যাইতাম নদীর কাছে।
টাবুরটুবুর ডুব মারিতাম!
হৈ চৈ হৈ হৌল্লরের মাঝে।
পারায় পারায় খেলার বেলায়
বিরাজ করিতো আনন্দ।
সেই আনন্দে নাচতো বড়ু!
নাচতো যে অতিথিবৃন্দ!
স্কুলে আর কেন্টিনে
ঝমতো কি যে,সেই আড্ডা!
আড্ডার চ্ছলে হারিয়ে যেতাম
ঢাকার শহর বাড্ডা!
পলাশ বাড়ি যাইতাম সবাই
টিবি দেখার জন্য।
টিভির চ্ছ্বলে করাইতো কাজ
শুনতে কি জগন্য।
বাচ্চা ছেলে ঘুড়ি উড়াই
সাথে যাইতো অন্য কেউ
খাওয়ার সময় বিড়াল খানা
করতো যে,মেউ মেউ।
শীত সকালে সবাই মিলে
জ্বালাইতাম যে,আগুন।
সুর্যের একটু কিরণ পেলেই
মনে লাগিতো যে,ফাগুন।
সাজ সকাল আর সন্ধ্যা বেলায়
কুয়াশায় দিতাম ডুব!
খুজতো মা'য়ে পাগলের মত
কোথায় যে গেলো বেকুব!
রচনাকালঃ ১২ এপ্রিল ২০২০।
রচনাকাল : ৭/৫/২০২০
© কিশলয় এবং রহমত উল্লাহ সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।