শৈশব না হারায়
অতনু বসাক
০৮.০৫.২০২০
###########
মানুষ হতে আর চাই না
দিসনা মা এই সাজা
দু বছরে পারবো না মা
বইতে বই এর বোঝা।
মায়ের ইচ্ছা লেখা পড়ায়
প্রথম হতে হবে
খেলার মাঠেও থাকবো আগে
সবাই পিছে রবে।
সকালে তে ক্রিকেট কোচিং
দুপুর বেলায় স্কুল
বিকেল বেলায় আঁকা শেখা
না হয় যেন ভুল।
সন্ধ্যে বেলায় টিউশন আর
রাত্রে বাড়ির পড়া
জীবন চলে এমন ভাবে
রুটিন বাঁধা ধরা।
শৈশব টা হারিয়ে যাচ্ছে
এমন কয়েদ খানায়
যন্ত্র মানব তৈরী হবে
এ সব কারখানায়।
তাই বলি মা মানুষ করে
পাঠাস না আর ধরায়
স্বাধীন ভাবে শ্বাস নিতে চাই
শৈশব না হারায়।
Atanu Basak
রচনাকাল : ৮/৫/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।