সেদিনও আবার সকাল হলো , বিছানা এলোমেলো ! চক্ষু খুলিয়া চারিপাশে ; যেন কাহাকে খুঁজিল। মনের কোনে বিষাদ বাষ্প ; জমছে ধীরে-ধীরে , ক্রমশ যেন ব্যাবধান - বাড়ছে ধীরে-ধীরে । নির্লিপ্ত নয়নে চেয়ে-চেয়ে ; কাটছে সময় মন্থর , না বলা কথার অভিমানে - ভারাক্রান্ত যে অন্তর । মনের গহীন অতল জলে ; ডুবতে বসেছে তরী ! মনে হয় যেন ; প্রথম থেকে - আবার শুরু করি ।। °~••••সৌরভ কর্মকার••••~° ১১/০৫/২০রচনাকাল : ১১/৫/২০২০