উটকো ঝামেলা। বাড়িতে কেউ এই বিয়ে চাইছেনা। আমাদের সম্পর্কের চেয়েও মিঠুর জেদটাই আজ বড় হল? সাহায্য করুক আপত্তি করছিনা কিন্তু অন্যের দায় নিজের ঘাড়ে নেওয়ার বাহাদুরি আমি কিছুতেই মেনে নেবনা। ঠাম্মী তুমিই পারবে ওর মাথা থেকে এই ভূত নামাতে।
কাল মিঠুকে নিয়ে আয় একবার। ভূতের ভবিষ্যত ভাগ্যলিপি কেমন করে লিখতে হবে আমার জানা আছে।
ছোটবেলায় বাবা ছেড়ে যাওয়ায় মা আমাদের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিল। তা দাদুভাই যদি বিয়ের পর তোমাদের হবু বাচ্চার সব দায়িত্ব একাই নিতে পারে তাহলে তুমিও তোমার চাকরিওয়ালা শক্ত কাঁধে আইনসঙ্গতভাবে অনাথ বাচ্চাটার দায়িত্ব নিতেই পারো।
ঠাম্মী আমার পৌরুষত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। একেই বলে নারীর টান।
রচনাকাল : ১৬/৫/২০২০
© কিশলয় এবং অর্পিতা চক্রবর্তী কণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।