সেরে ওঠো শহর,
কতদিন পড়ন্ত বিকেলে গঙ্গা দেখিনি,
কতদিন মাঝ নদীতে, হাত ভেজেনি জলে।।
কতদিন সেই লালচে গোধুলিবেলার সূর্যটার ম্লান হতে থাকা মুখ দেখিনি,
ঝুপ করে সন্ধ্যে নামানোর গল্প যারা বলে।।
কতদিন হেঁটে ফিরিনি হেঁদুয়া থেকে হাতিবাগান,
কতদিন শ্যামবাজার মোড় পেরিয়ে বাটার রাস্তা ধরিনি, বাগবাজার ঘাট অব্দি।
কতদিন এসপ্ল্যানড এর ভিড় ঠেলিনি, দর করিনি ফুটপাথে, ফিরতি পথে আচমকা রাস্তা পার হতে গিয়ে চমকে ওঠেনি বুক,
কতদিন তিলোত্তমা তোমায় দেখিনি প্রাণভরে,
এ কদিনে মনে হয় বছর গেছে চলে, আরো কতদিনে মনে হবে এক যুগ।।
কতদিন শহর, কতদিন...
কতদিন ময়দানে এক মাঠ দৌড়ইনি।।
একমুঠো শহর মাখা ধুলো উড়ে এসে লাগেনি গায়ে,
কতদিন ট্রামলাইন ধরে হাঁটা হয়নি পাশাপাশি,
কতদিন এমনই দিন আসে আর চলে যায়।।
কতদিন ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ের ভোর দেখিনি শহর,
কতদিন চক্ররেলে ফিরতে সময় হয়নি শেষ ,
কতদিন, শোনা হয়নি ইডেনের উল্লাস,
কতদিন, খেলা হয়নি গলি ক্রিকেট,
আর কতদিন চলবে ? কতদিন?
এ ছোঁয়াচে মৃত্যুর রেশ??
সেরে ওঠো না শহর, সেরে ওঠো??
এখনও বাকি আছে কয়েক্ কোটি জন্ম,
বাকি আছে এক অদম্য জীবনীশক্তি।।
এই কটাদিন শেষ লিখতে অক্ষম,
এই "কটাদিন" পারেনা কিচ্ছু সত্যি, বিশ্বাস কর।।
সেরে ওঠো শহর, সেরে ওঠো।
এক নতুন ভোরে, মৃত্যু পিছু হটবে জানি,
হেরে যাবে এই দূরে থাকা নিয়ম,
মরে যাবে এ নিশ্বাসের বিষ,
কেটে যাবে অকাল এর এই শীতঘুম।
জানি তোমার সাথে সেদিন হেঁটেই ফিরবো মহানগর,
অপেক্ষায়, বেঁচে আছে এক বাস্তব।।
মহামারী পেরিয়ে আসবে
"শহর জুড়ে যেনো প্রেমের মরশুম।।"
সেরে তো উঠতেই হবে শহর, উঠতেই হবে।।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং বৈশাখী রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।