আজ রাজা দিক অন্ন, মন্ত্রী না হয়- জল
মৃত্যু যে সারা বিশ্ব জুড়ে,আর তুমি আছো বিচারে -
কার কত ক্ষমতা,কারই বা বেশি বল!
এ সময়টা নয় কোনো রাজনীতি করার-
বন্ধু, সময়টা আজ প্রশ্ন- বাঁচার আর মরার!
এসময়টা নয় দেখার ব্যবসার লাভ-ক্ষতি,
তোমার অতি লাভের মূল্যে -
কত ঘরে অনাহারের পরিস্থিতি।
কি সুখ কিনবে..! - হয়ে আজ মহামরীতে পুঁজিপতি?
তুমিই কেন কলঙ্কিত এই ক্ষমতার অপব্যবহারে!
একটু বোঝো- ওদের যদি থাকতো ভাত,
-আজ ওরাও থাকতো..ঘরে।
"#covid-19 : এক সংক্রমিত অভিশাপ; সবাই ঘরে থাকুন, প্রাণে বাঁচুন "
-✍প্রলয় সামন্ত
রচনাকাল : ১৮/৪/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।