তখন বোধহয় একাদশ শ্রেণিতে পড়ি -
পড়াশোনা, গানবাজনা সবকিছু নিয়ে বেশ আছি।
ছেলে - মেয়েরা একসাথে স্কুলে পড়ছি,ব্যাচেও পড়েছি।
কিন্তু ঐ প্রেম" শব্দ টাকে মনে স্থান দেওয়ার সাহসই পাইনি।
ইচ্ছে যে হয় নি এটা ভুল;কিন্তু ঐ যে "বাড়ির সম্মানে" আঘাত করতে পারিনি।
হৃদয় কে বলি দিয়ে আমার বিবেক জিতে নিল পুরস্কার।
তাই এম.এ. পরীক্ষার পর সকলের পছন্দের পাত্রের সঙ্গেই ঠিক হয়ে গেল বিয়ে।
কিন্তু বিয়ের একমাস আগেই পাত্রের ঠাম্মা হঠাৎ করেই ভবলীলা সাঙ্গ করলেন।
সেই কারণেই বিয়ে পিছিয়ে গেল একবছর।
আর এই সময়ে আমি দুধের সাধ ঘোলে মিটিয়ে একটু প্রেম করার সুযোগ পেলাম।
হবু বরের সঙ্গে ফুচকা, আইসক্রীম খেতে খেতে লাজুক ভাবে কথা বলতাম।
কোনদিন রাগারাগিও হতো।
আবার প্রেমপত্র নিবেদনে মিটেও যেত।
দুজনেই অপেক্ষা করে থাকতাম - কবে আবার ছুটির দিন আসবে।
হঠাৎ একদিন দোকানে লস্যি খেতে গিয়ে রাজনৈতিক আলোচনা হচ্ছিল - - ও একটু রাজনীতি ভালোবাসে।
তাই চট করে উত্তরও দিয়ে দিল। পরিস্থিতি বেশ গরম হয়ে উঠল।আমি রাজনীতি টা একদম পছন্দ করিনা - এক কথায় ভয় পাই। এদিকে ওকে তর্ক করতে মানা করার মতো সুযোগ না পেয়ে, পা দিয়ে ধাক্কা দিয়ে ঈশারা করলাম চুপ করার জন্য। ব্যস;;
এতেই রেগে আগুন হয়ে বাবু আমাকে সকলের সামনে বলে উঠল " তোমার মা তোমার বাবা কে লাথি মারেন নাকি ? তুমি সকলের সামনে আমাকে লাথি মারলে? ;" সকলের সঙ্গে আমিও অবাক হয়ে বোকার মতো চেয়ে রইলাম। বাড়ি ফিরে মাকে সব কথা বলার পর, মা সকলকে বললেন।আর আলোচনায় ঠিক হল ওখানে বিয়ে হবেনা। বাবা বললেন, "বোঝায় যায়নি পাত্র বদ মেজাজি, অভদ্র। মেয়ের গায়ে বিয়ের পর হাত তুলবে না কে বলতে পারে ?"
কারো কোন আলোচনা আমার ভালো লাগছিল না। বড়রা হয় তো ঠিকই বলছে, হৃদয় - বিবেক লড়াই তে কিন্তু মনটা উথাল -পাথাল হতে লাগল।কোথায় যেন খুব কষ্ট হতে লাগল। সকলের চোখে ধরা পড়ে যাওয়ায় লজ্জাতে পড়ে গেলাম। কোনো সময় মনে হল বলেই ফেলি "আমার প্রথম প্রেম কে আমি এভাবে শেষ হতে দেব না "।। কিন্তু ঐ যে বলেনা মায়েরা সব বুঝতে পারেন।
সত্যিই মা আমার চোখের ভাষা বুঝতে পারলেন আর সকল কে বললেন " দুই বাড়ির মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে ফেলাই ভালো। আর রাগের মাথায় অনেক কথাই হয়।তাই বলে এই কথাতেই বিয়ে ভেঙে দেওয়া ঠিক নয়।
হ্যাঁ - এই কথা গুলো যেন আমার জীবনের আশির্বাদ। আমার প্রেমের রক্ষা কবজ।
বছর ঘুরতেই আমাদের বিয়ে হয়ে গেল।আর এখন সে কথা ভাবলে হাসি পেলেও গায়েও যেন শিহরণ দিয়ে ওঠে। আজ সার্থক আমার প্রথম প্রেম।।
রচনাকাল : ১৬/৫/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।