একটা নীল চোখ খুঁজে বেড়াই ।
হন্যে হয়ে।
শুকনো মাটি, কাদা মাটির মধ্যেও. ..
ঘরের দাওয়ায় একটা বেড়াল গায়ে রোদ বোলাতে বোলাতে,এক দীর্ঘ উঠোন পেরিয়ে যায় ।
এক সুবিশাল খড়ের গাদায় জল খুঁজতে খুঁজতে
মাশরুম বেরিয়ে যায়।
কাঁটা ফোটা গালচে বিছিয়ে ।
উঠোন পেরিয়ে ধান ক্ষেত কাব্য রচনা সৃষ্টি ,
তবুও একটা নীল চোখ খুঁজে বেড়াই।
গ্রীষ্মের সকালে একটা দুপুর দেখি বিকেলের সাজে ,তবুও একটা চোখ আর পাওয়া গেল না।
একটা নীল চোখ ভীষণ জরুরী- তাই রাতের গভীরেও নীল চোখ খুঁজে বেড়াই ।।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং জয়া বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।