• ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে



থেমে গেছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ১৩৬৪৩ জন পড়েছেন।
এখানে সন্ধ্যের পরে চায়ের আড্ডা জমে না বহুকাল। এখানে বাতাসে সত্যযুগের মত নরম পালক উড়ে আসে না গোধূলিতে। এখানে ছাদের বন্ধ দরজাতে মরচে পড়তে থাকে। রেলিং এর ফাটা অংশ জুড়ে গজিয়ে ওঠে অবাক করা যত সবুজেরা। মায়ের ক্লান্ত দেহের গন্ধ ঘুরপাক খায় বাতাসে। বিছানা আর সিলিং এর মাঝে দূরত্ব বেড়ে চলে। অনাকাঙ্খিত ভাবেই একেকটা দিন দামালপনা নিয়ে ঝড় এসে পড়ে। সমস্ত পৃথিবী হাঁ হয়ে থেকে শুষে নেয় সমস্ত জলকনা। ঘুলঘুলির মধ্যে দিয়ে ভিজে বাতাসের আভাস পাওয়া যায়। পৃথিবী কি আনন্দে মেতেছে আজকাল! কিন্তু ঘরের বন্ধ দরজায় বাতাসের আর্তনাদ ভিন্ন কিছুই চোখে পড়ে না।

কি জানি জানালার ওপারে নিবিড় হয়েছে কি পুকুরের জল, আর সেই বাঁশবন! সুপুরি গাছের মাথায় বকটা কি প্রতিদিন বসে নিয়ম করে! ডুমুরের গাছের তলায় ছোটবেলার জুজু বুড়ি এসে কি দাঁড়াচ্ছে প্রতিদিন!

না। পৃথিবী থেমে যায়নি। থেমে গেছে তার বিশ্বাসঘাতকতদের পদধবনি।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 15  France : 3  Germany : 6  India : 260  Ireland : 32  Russian Federat : 8  Saudi Arabia : 5  Ukraine : 11  
United States : 406  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 5  China : 15  France : 3  
Germany : 6  India : 260  Ireland : 32  Russian Federat : 8  
Saudi Arabia : 5  Ukraine : 11  United States : 406  
লেখিকা পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
থেমে গেছে by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৪২৭০২২
fingerprintLogin account_circleSignup