করোনার তাড়নায়,
আজ সবাই বন্দি গৃহে;
সময়ে খাওয়া সময়ে ঘুম,
তাই সবার ঠিকঠাক হচ্ছে।
নেই রোগ নেই জ্বালা,
বাড়ির খাবার খাচ্ছি বলে;
তার চেয়েও বড়ো কথা,
মা বাবা আছে পাশে।
তোমার আমার অর্থের বলে,
হয়ত বিশেষ নেই চিন্তার,
দিনদিন কোথা হতে জুটিবে,
হাতে খাবার মুখে দিবার।
কিন্ত বেশ কিছু মানুষ,
যাদের আমি জানি,যারা,
থাকলে গৃহে মা-বাবার পাশে,
জুটিবে না খাবার মুখে দিবার।
অন্যথায় করোনার তাড়নায়,
তারা আজ বাধ্যই গৃহে বন্দি;
তাদের মনে নেই একটু শান্তি;
শুধু চাই তারা গৃহ হতে মুক্তি।
রচনাকাল : ১৫/৫/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।