আজ-
মাঠে আর উড়ছে না ধূলো,
পায়ে লাগছে না আর কাদা - মাটি;
হয়ে আছে সব শুনশান-
কেউ আর খাচ্ছে না গড়াগড়ি।
আজ-
মাঠ হয়ে গেছে শিক্ষার ময়দান,
খেলছে সবাই তাতে শিক্ষার খেলা !
গোলের কাছে পৌঁছতে চায় তো সবাই,
কিন্তু পারছে কি পৌঁছতে?
আজ-
শিক্ষার মূল্যায়ণ হচ্ছে কয়েকটা নম্বরে -
তাতে সেঞ্চুরি হাঁকাচ্ছে সবাই !
এখন সবাই ডিগ্রীধারী-
তবে, সত্যিই কি তাই?
আজ-
প্রাঞ্জল আর নেই কেউ;
সব পরিণত হয়েছে জ্যান্ত শবে-
তোমাদের হাতে জীবনের কল !
তাই তোমরা যেমন চালাও, তেমন চলবে।
আজ-
পৃথিবী যে দেখি এতেই খুশি!
কিন্তু, এ বহমান জীবন-
সত্যিই কি সুখের?
কি.. তোমরা এর উত্তর দিতে পারবে?
রচনাকাল : ৭/৫/২০২০
© কিশলয় এবং স্বস্তিক দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।