প্রতিদিন মে দিবস
কোটি কোটি ঋণ ছাড়
চোরেদের রাষ্ট্র
ব্লিচিং এর স্প্রে আর
লাঠি লাথি ক্লান্ত
শুষে নিয়ে রক্ত
কারখানা টিকলো
তাদেরই রক্তে
রাজপথ ভিজলো
দেশ থেকে প্লেন গেল
সরকারি আস্থায়
ভুখা পেটে পিঠে-ছানা
খালি পায়ে রাস্তায়
নোংরা সরিয়ে ফেলা
সরকারি যন্ত্র
রাষ্ট্রের হাতে গড়া
বিচ্ছেদী মন্ত্র
আমাদের পেট জ্বলে
আমরা ক্ষুধার্ত
তোমরা অস্ত্র কেনো
দিন আর রাত্র
জোট বেঁধে আগলেছি
দেশের কোষাগার
শিক্ষা আর স্বাস্থ্যে
নেই কোনো অধিকার
চামড়ার ভিতরের
রং টা লাল হয়
মনে রেখো একদিন
শুরু হবেই প্রলয়
কালো কালো কঙ্কাল
যত দেখো তুমি
লেনিনের রূপ নিয়ে
ছিনে নেবে ভূমি
চেয়ে দেখো দাবানল
করে চলে ফিসফাস
আজকের ভারতে
প্রতিদিন মে দিবস...
প্রতিদিন মে দিবস...
প্রতিদিন মে দিবস...
রচনাকাল : ২/৫/২০২০
© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।