• ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই



ডাক্তার
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুমিতা সরকার
দেশ : India , শহর : সোনারপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১০ টি লেখনী ২৩ টি দেশ ব্যাপী ৬৫৪৩ জন পড়েছেন।
এই লেখা সব ডাক্তারদের উদ্দেশ্যে নয়, মূলতঃ তাদের জন্য যারা মানুষকে মানুষ মনে করেন না, টাকাটাই একমাত্র মূল লক্ষ্যঃ 

সমাজে যারা মানুষের করেন সেবা, 
আমরা তাকে ডাক্তার বলি। 
অসহায়ের মত তার কথা শুনে,
বাধ্য হয়েই প্রতি মূহুর্তে চলি।
সরকারী হাসপাতালের পরিবেশ,
তো এরাই  করে নষ্ট। 
অর্থের লালাসায় চারিদিকে নার্সিংহোম,
বা চেম্বার গড়ে জনগনকে করে পথভ্রষ্ট। 
নিজেরাই কায়দা করে রক্তের রিপোর্ট,
দেখে ক্লিনিকে পাঠায়, বলাই থাকে,
আগে থেকে তাদেরকে, রোগীদের কাছ, 
থেকে টাকা নিয়ে অর্ধেক,
দিও কমিশন আমাকে। 
সাধারন মানুষ দুরারোগ্য রোগ, প্রতিকারের আশায় ডাক্তারের, 
কাছে ছুটে আসে।
ঘরবাড়ী বন্ধক রেখে, এদের পাতা
সূক্ষ ফাঁদে অচিরেই ফাঁসে।
কথায় আছে না,"সর্ষে দিয়ে ভুত তাড়ায়"
তো যে সর্ষের মধ্যে আগে থেকেই, 
ঢুকে আছে ভুত, সেই সর্ষে দিয়ে কিভাবে তাড়াবেন??
তাই বাধ্য, হয়ে,আপনিও ভুল করে,
ঐ পথেই, পা বাড়াবেন।
যে বাঁচার আশায় মানুষ তার কাছে, আসে? 
চিকিৎসক তাদের মনে করে,
খদ্দের, ব্যবসাটা হবে ভালোই এই মনে,
করে চোখ লোভের সমুদ্রে ভাসে।
আমাদের মত সাধারন মানুষের রক্ত 
জল করা টাকায় ফ্ল্যাট,গাড়ি, এসি,
বউয়ের গলার ভারী ভারী নেকলেস, 
দামী দামী গয়না,বানিয়ে ভালবাসাযুক্ত,
স্বামীর স্বীকৃতি আদায় করে।
সেদিন বুঝবে প্রতিটি ডাক্তার যেদিন, 
তাদের দেখানো রাস্তায় তাদেরই হবে,
অসুখ, বোঝে এরা অনেক পরে।
আজকাল আবার নতুন নাটক, 
আই.সি.ইউ তে, মৃত রোগীকে শুইয়ে,
রেখে কৃত্রিম শ্বাসযন্ত্র রাখে লাগিয়ে,
বলে আছে বেঁচে এখনো,
বোকা জনগনের মনে প্রিয়জনদের,
বাঁচানোর আশা তখনো। 
ব্যতিক্রমও আছে, অনেক ডাক্তার, 
নিজের জমানো টাকায় নিজের, 
গ্রামেই গরীব মানুষদের বিনামূল্যে, 
করেন চিকিৎসা। 
তারাই প্রকৃত পক্ষে রক্ত মাংস,মান আর হুঁশে গড়া মানুষ,এদের দিকে
তাকিয়েই সাধারণ মানুষ,
 বাঁচে,  রাখে আশা। 
ডাক্তার মানে আমরা জানি ঈশ্বরের, 
পাঠানো দূত, মানুষরুপী ভগবান।
মানবিকতার বিনিময়ে তাদেরও,
দিতে হবে এর প্রতিদান। 
তাদের অক্লান্ত চেষ্টায় আর পরিশ্রমে,
বাঁচবে একটি জীবন,একটি প্রান। 
হতেই পারে টাকার বিনিময়ে,
করা এটাই মহামূল্য দান।
রচনাকাল : ১/৭/২০২০
© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 11  China : 20  France : 1  Germany : 3  India : 213  Ireland : 31  Philippines : 1  Russian Federat : 7  Saudi Arabia : 7  
Ukraine : 11  United States : 247  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 11  China : 20  France : 1  
Germany : 3  India : 213  Ireland : 31  Philippines : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 7  Ukraine : 11  United States : 247  
  • ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই


© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ডাক্তার by Sumita Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup