যে পুরুষ নারী জাতির সম্মান রক্ষার বদলে ধর্ষণ / ভোগের কথা ভাবে,
তারা মাতৃগর্ভে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট রূপে জন্ম নিক আগে।
রূপান্তর কামীদেরও বোধ হয় একটা বিবেক, রুচিবোধ হয়,
ধর্ষকেরা নারীগর্ভে শুধু জন্মই নেয়, কিন্তু আসলে মানুষ নয়।
মাথা,আর চারটে হাতে, পায়ে, মানুষ তো সবাই,
কুকর্ম করে অন্ধকারে ভাবে আগে তো প্রান বাঁচাই?
নিজের কামনা যদি বশে রাখতে না পারিস, তবে মূল্য কি বেঁচে?
কুকুরের মতো জন্ম নিয়ে তবে লাভটা কি আছে?
কুকুরেরও একটা বিবেক বোধ হয় কাজ করে শরীরের মাঝে,
তারাও হাজার কষ্টের ভিতর প্রভু-রক্ষার চিন্তায় বাঁচে।
সব দেখেশুনে কলিযুগে ঈশ্বরও পাথর
হয়েছেন বোবা লজ্জায়,
মনে মনে ভাবেন কি সৃষ্টি করেছি আমি?
নিকৃষ্ট জাত, শুধু বেঁচে আছে অস্থি- মজ্জায়।
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।