টারজান
শৈশবে
ছোট সব
জ্ঞান সবে
সেই থেকে পরিচয়
তার সাথে
চলার পথে
ঝামাপুকুর লেন হোতে
দেবসাহিত্য কুটীরের
শুকতারাতে
হ্যাণ্ডসাম রূপবান
নাম তার টারজান
টার্ন নিয়ে চকিতে
ঝুলন্ত ঝুড়িতে
গাছ হোতে গাছে
এক যেন মসীহা
জঙ্লীদের কাছে
সারাদিন লাফালাফি
ঝুঁকি নিয়ে জঙ্গলে
বনের বন্ধু যতো
তার সাথে খেলে
টাল খেয়ে টারজান
সওয়ার হোয়ে হাতিতে
মুখে আজব শব্দ
শুনে সব জব্দ
ইয়া বড়া বুক তার
চাপড়ায় ছাতিতে
বনচারী বন্য
অতিমানব অন্য
মায়ামমতায় ভরা
জঙ্গলে ফেলে সাড়া
প্রাণ কাদে টারজানের
জন্তুদের জন্য
ছোটবড় সব্বার
অতিশয় প্রিয়
টারজানের গল্পটি
চিরস্মরণীয়
সুশোভন গাঙ্গুলী
রচনাকাল : ২৩/২/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।