বড়দিনে দেখা যায় বড় বেশী ঝোঁক অদ্ভুত বেশভূষা নেই রোকটোক ঝরাপাতা যেন মোরা হোতে অচিন বৃক্ষ বিদেশীদের অনুকরণ চুলটুল রুক্ষ ভক্তিতে গদগদ চার্চের প্রাঙ্গনে ফোয়ারা বা ঝরণা গীর্জার অঙ্গনে অঙ্গীকার করি মোরা পণ কোরে মনে মনে ফুল জল পুষ্পাঞ্জলি মহাপ্রভু যীশুর সনে হইচই শোরগোল শোর মচিয়ে চত্বরে ভুলে যাই আছি মোরা গীর্জার অন্দরে পবিত্র পরিবেশ অন্দরমহলে আমাদের বড়দিন আসে যায় প্রতি সালে সুশোভন গাঙ্গুলীরচনাকাল : ৪/১/২০১৯