ডলার ঘর ছেড়ে ঘরের ছেলে বিদেশে পাড়ি পাড়ি দিয়ে সাত সমুদ্র তেরো নদী চাকরী জুতসই একখানা জোটে যদি চাকরীর চক্কোরে বিদেশীদের দোরগোড়ায় ঘুরেফিরে দোরে দোরে যদি কেউ দয়াকরে দয়াদাক্ষিণ্য তুচ্ছতাচ্ছিল্য বলাই বাহুল্য স্বদেশ স্বজন মূল্যহীন নেই কোনো মূল্য বিদেশী মুদ্রার লোভ লোভ অসম্বরণীয় স্বদেশ হোতে বিদেশ প্রিয় পড়ে রয় বহুদূরে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ডলারের খোঁজে বিদেশেতে মজে সুশোভন গাঙ্গুলীরচনাকাল : ৪/১/২০১৯