<3
তোমার চোখে এক ফোঁটা জল..
আমার সমস্ত এলোমেলো পৃথিবী!
তোমার উন্মুক্ত ভেজা কাঁজল..
আমার সত্ত্বায় জাগা “বিরহের কবি!”
আমি ধূপজ্বালা রাতের বিষন্ন মনীবক;
তোমার তিল সম নিরব টিপে
আমার প্রশমন-অযোগ্য শোক!
তুমি কাঁদো!
তাই দিনকে মনে হয় গভীর নিশুতি!
ভাঁজভাঙা ঠোঁটে...
আমার আলোক-তপনমন হাড়ায় দ্যুতি!
কেন তুমি বললে না...
তোমার একান্ত দুঃখ আছে?!
আমি আমার করে নিয়ে তাকে
আমার অগোছালো সুখ গুলো
গচ্ছা রাখতাম তোমার কাছে...!!
ঝরে পড়া ফুল দেখে আমি কষ্ট পাই!
এতিম মনে হয় হাওয়ায় ওড়া ধুল গুলো!
জীবন্ত-মৃত... কোন দলে আমি যেন নাই;
রোদেলা-বৃষ্টিতে.. মন রয় ভুলো ভুলো..!!
<3
আচ্ছা, কেন তুমি কাঁদো?
আমিতো তোমার জীবনে শ্রেষ্ঠ জোকার...
আমায় তোমার লোর টুকু দাও,
আমি তোমায় হাসি দেবো উপহার!!
ধরে নাও-- আমি এই ধরণীর
সবচেয়ে হেয়তর যুবক;
তোমার মুখের হাসি হেরিতে...
পাগলের মত... বোকার মত... করি বক বক!
এই পাগলটারে যখন খুশি আঘাত করো..
কিংবা করো অপমান..
এতে যদি হয় একটুকু তৃপ্তি তোমার
সেটাই আমার কাছে মহার্ঘ প্রতিদান!
ওগো ক্রোন্দনা-মেঘবালিকা,
তুমি তারকার মত হাসো সদা....
আমি তোমার কাঁন্না কাঁদবো একা....
একতড়ফা প্রেমীকের মত...!!
<3 প্রতম/৬/৭/২০১২ইং
রচনাকাল : ৩/১০/২০১২
© কিশলয় এবং বিরহের কবি আমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।