চুপ করে কেন বসে থাকো তুমি খুব ভোরে আজ একাকি! টুপ করে জল পরে এসে দিল চোখ ভিজে পথ দেখো কি। ডাক নাম নিয়ে শুরু হয়ে যায় শেষ হয়ে গেল হিসাবে। থাক না আজ পিছুটান ভুলে আঙুলের ফাঁকে মেলাবে। এসবের নাম প্রতিদিন নয় ভুসোকালি ভেজে বৃষ্টি। নিয়নের আল জ্বলে নিভে গেল দেখে নিল এক দৃষ্টি। ঘুর পথ ঘোরা সোজা পথ সোজা সবকিছু চেনে লাট্টু। চোখের পাতায় কালি জমে যায় মন ছুয়েছে মাত্র। নামাবলি রোজ দরকার হয় চেনা বামুনের পৈতে।রচনাকাল : ১৩/৭/২০১১