হে বন্ধু হে প্রিয়
হয়তো তোমার মনে আছে
কতোটা উল্লেখযোগ্য ছিল
যেদিন তুমি আমার জীবনে এলে,
আমার বিবর্ণ পৃথিবীটা
তোমার হাসির রঙ দিয়ে
কিভাবে সাজিয়েছিলাম,
হয়তো তোমার মনে আছে।
জানিয়েছিলাম তোমায় যে
আমি কল্পনার জগতে থাকি,
কিন্তু তুমিই আমার
একমাত্র বাস্তব
তুমিই আমার প্রেম, ভালোবাসা।
তারপর তোমার চোখ দিয়েই
সব ঋতু, সব সৌন্দর্য দেখেছি
তোমার সঙ্গে কাটানো সময়টাই
আমার জীবন হয়ে উঠেছিল,
হয়তো তোমার মনে আছে।
তোমার সাথে সব কথা বলতাম
তুমি সেগুলো মনে রেখে আমাকে
আমার ভুল গুলো ধরিয়ে তুমি
সঠিক পথ দেখাতে, খুঁজে পেতাম দিশা,
হয়তো তোমার মনে আছে।
হয়তো তোমার মনে আছে যে
আমি তোমাকে সব সময় বলতাম,
একটু সময় দাও আমাকে
জীবনের পথে একটু ভালো করে দাঁড়াই
তারপর তোমাকে সামনে বসিয়ে
প্রাণ ভরে দেখবো, আর বলবো
তুমিই আমার ভালোবাসা, শুধুই আমার।
আজ আমার কাছে অফুরন্ত সময়
কিন্তু তুমি আমার কাছে নেই
কাকে বলবো আমার মনের কথা?
কাকে জানাবো আমার বুকের ব্যথা?
কেন তুমি চলে গেছো দূরে
কেন তুমি আমাকে বুঝেও বুঝলে না?
একটু সময় যদি দিতে তা হলে
আজ হয়তো আমার মনের কথা
তোমার সামনে বসে বলতে পারতাম...
চলে যাবার কি এতোই তাড়া ছিল?
যদি ছিল তবে এলে কেন আমার জীবনে?
আজ তুমি নেই তোমার স্মৃতি রয়েছে কাছে
তখন তুমি মনে রাখতে, আর আজ আমি
তোমার কথা সাজিয়ে রেখেছি মনের মাঝে।
রচনাকাল : ১/১০/২০১২
© কিশলয় এবং Swapan Das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।