মৃত্যু যেন এমনই হয়।
খুব কাছ থেকে এসে আদুরে গলায় বলে -"ভাল আছো তো"?
মুখে এক গাল হাঁসি।করমর্দনের উষ্ণতা নিয়ে চায়ের তলানি
মুখে ঢেলে বলে-"এবার যাওয়া যাক"?
মৃত্যু যেন এমনই হয়।
অন্তত আসার ঘন্টা-দুই আগে একটা ফোন,দুমিনিট মিষ্টি কথা-
"আমি আসছি,আর ঘন্টা দুই সময় আছে হাতে,তৈরি হয়ে থেকো"।
প্রান ভরে দুঘন্টা বাঁচা যাবে হয়ত।
মৃত্যু যেন এমনই হয়।
তাকে দুই বাহুর আলিঙ্গনে জড়িয়ে,যেন- দুমিনিট জ্ঞান থাকে,
ভয়হীন শ্রান্ত জ্ঞান।ওই সময় লিখে যাব-শেষ কবিতা,শেষ অনুভুতি।
সে বলবে-"সময় শেষ,পরিক্ষা শেষ,চলো বন্ধু
এবার যাওয়া যাক,অনেক দুরের পথ"।
মৃত্যু যেন এমনই হয়।
তখন দিন শেষে গোধুলির আলোয়,যেন কোনো বিষন্নতা না থাকে,
কেউ যেন পিছু না ডাকে।পাখিদের ঘরে ফেরার পথে যেন ঝড় না ওঠে,
মঝির কুলে ফেরার গানে,যেন সন্ধ্যা-তারা ফোটে।
হ্যাঁ মৃত্যু যেন ঠিক এমনই হয়।
রচনাকাল : ২/১০/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।