তুমি বুঝে নাও আমি কে তোমার ? বলতে চাইনা নিজের মুখে
যদি খোঁজ আজ মনের মাঝে, দেখবে আমায় তোমার পাশে -
ছোট্ট কোণে লুকিয়ে আছি, দেখিতো তুমি পাও কি খুঁজে ?
কত যে খুশি জানো কি তুমি, আজকে আমি তোমায় পেয়ে
দিতে পারি প্রাণ একটি কথায় চেয়েই শুধু দেখোনা তুমি ।
তোমার হাসি আমার হাসি - তোমার খুশি আমার খুশি ,
দিলাম লিখে একটি চিঠি শুধুই ওগো তোমার নামে ।
মিষ্টি কথা তোমার শুনে যাইগো আমি আজ হারিয়ে
খুঁজলে আমায় পাবে না কোথাও! থাকবো আমি তোমার গানে ।
সেই গানেরই স্বরলিপি বলছে শুধু তোমার কথা
মায়ের দেখা ঢাকের তালে আর আমাদের ভালোবাসা ।
সোনার তরি আমার ভেলা, তোমার সাথে এ পথ চলা
স্বপ্ন মাঝে ডুবে থাকা - আর ইচ্ছে শুধু তোমাই দেখা ।
চোখের কোনে জলের ফোঁটা লিখছে যে আজ তোমার কথা
ভেবোনা যেন কাঁদছি আমি, এটা হল খুশির ছটা ।
নতুন ভোরে নতুন আশা, নতুন করে তোমার নেশা
কাটছে যে দিন তোমার টানে - লিখবো কি আর নেইকো ভাষা ।
নিঝুম রাতে আমার পাশে তোমার ছবি গল্প ফাঁদে
মন ভুলিয়ে কোন্ আলয়ে তিতাস সোনার নামটি ডাকে ।
ছোট্ট সোনা আমার পরী হাসির ঝিলিক ঠোঁটে তারি,
মামের পাশে নিশুত রাতে আপন মনে দুষ্টুগিরি ।
স্বপ্ন শেষে ঘুমের দেশে ইচ্ছে ছাড়া ফিরে আসা
পূরণ রবি বলছে কবি এবার তবে যাবার পালা ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনাকাল : ১৯/১০/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।