শ্রাবণের এই মেঘলা বেলাতে,
বসে আমি জানলার পাশে,
টাপুর-টুপর বৃষ্টির নূপুর,
বেজে চলেছে সারাটা দুপুর।
দূরে কোথাও গজরাছে মেঘ,
হছে কম্পন ধারনীতে বেশ।
আভিমানী আকাশ আজ হয়েছে বেবাগী,
বৃষ্টির ফোটার জলে হচ্ছে পূর্ণ পুকুর-ডোবা,
কমলের আবির্ভাবে বাকি আর কিছুক্ষন।
শরতের হাওয়ায় মেতে উঠেছ কাশ বন,
উড়ন্ত পাখির দল হারিয়েছে চীর সাথি।
আরতো দুই পূর্ণিমার আপেক্ষ,
তার পরেই মেতে উঠবে ধারনী,
বেজে উঠবে শঙ্খ,
ধারনী তে লাগবে বাদ্দ যন্ত্রের বসন্ত।
হাঁসি কালরবে ভরবে বাতাস
মাতবে মত্বলোক,
মায়াময়ীর হাবেন আবির্ভাব।
রচনাকাল : ৮/৯/২০১২
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।