প্রায়শই আমি ভুল দরজায় কড়া নেড়েছি
গন্তব্যের অস্তিত্বহীন ভুল পথে হেঁটেছি সহস্র ক্রোশ
ভুল ঠিকানায় চিঠি দিয়ে উত্তরের অপেক্ষায় থেকেছি
ভুল হৃদয়ের সাথে করেছি সন্ধি
ভুল মানুষকে আপন ভেবে ভালবেসেছি
তবু শোধরে দিতে তুমি আসনি।
আজকাল আমি নিজেকেই চিনতে পারি না
আমার ভিতরে বসতি গড়ে আছে যে স্বত্তা সেটা আমি নই
আমার মুখোশ পরা সে এক অন্য মানুষ,
বড্ড অসহায়ত্বে নিরন্তর খোঁজে যাই সেই আমিকে
যে আমি স্বপ্ন দেখতাম মানুষ হবো
অথচ সত্যিকারের মানুষ কাকে বলে আমার জানা নেই !
ইদানিং আমার কন্ঠস্বরকেও অপরিচিত মনে হয়
যা বলছি আদৌ আমি তা বলতে চাই না,
অবলীলায় ভুল সময়কে ভুল উপাখ্যানে বলছি নির্বিঘ্নে
মানবিক শুদ্ধতার থোড়াই কেয়ার করে চলেছে কন্ঠস্বর
প্রতিবাদী স্বত্তা খোলসে আটকে দিয়ে এখন ভীষণ স্বার্থপর;
এক অদ্ভুত ভয় আকড়ে রেখেছে আমাকে অথচ
নিষ্ঠুরতম উন্মত্ততায় পুরোদস্তুর বদলে গেছে আমার কন্ঠস্বর।
আজ আমি কোন কিছুর জন্যেই তোমাকে দায়ী করি না
কিন্তু তুমি নিজে কি এ দায় এড়াতে পারো?
রচনাকাল : ৩১/১০/২০১২
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।