হে ঈশ্বর তোমার করুণা অপার,
তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ...
মনুষ্য জন্ম দিয়েছ,
মাতৃ স্নেহ দিয়েছ, দিয়েছ পিতার ভালবাসা!
অনুভব করতে শিখিয়েছ, শিখিয়েছ ভালবাসতে...
দিয়েছ হৃদয়, দিয়েছ অন্তর...দিয়েছ অনুভূতি!
হে ঈশ্বর তোমার করুণা অপার,
তুমি অনেক দিয়েছ...
মনের ব্যাপ্তি দিয়েছ, শুধু ছিনিয়ে নিয়েছ মনের মানুষ,
শিখিয়েছ ভালবাসতে, শুধু দাওনি অপার ভালবাসা,
দিয়েছ অনুভূতি...শুধু দাওনি অনুভূতির মর্যাদা!
হে ঈশ্বর তুমি অনেক দিয়েছ...
দিয়েছ অন্ধকার, দিয়েছ ভয়...
দিয়েছ কষ্ট, দিয়েছ যন্ত্রণা, দিয়েছ বেদনা, দিয়েছ অশ্রু...
শুধু ছিনিয়ে নিয়েছ আশা, ভরসা আর স্বপ্নগুলো!
রন্ধ্রে রন্ধ্রে শুধু দিয়েছ বিষ,
দিয়েছ অস্থিরতা, দিয়েছ অসহায়তা, দিয়েছ শূন্যতা!
যুগ যুগ ধরে শুধু দিয়েছ শূন্যতার হাহাকার!
হে ঈশ্বর তুমি কিছুই দাওনি...শুধু নিয়েছ,
দিক্বিদিক শূন্য ধূধূ উষ্ণ বালুকা রাশির মাঝে পথ চলেছি একা,
বিশ্বাস, আস্থা গুলো ভেঙে চৌচির করেছ...বারে বারে!
কেন বলতে পার? কেন? কেন?
জীবন যদি এতই রুষ্ট ছিল, তো কেন দেখালে পৃথিবীর আলো? কেন?
কেন দিলে মনুষ্য জন্ম?
যা চেয়েছি কিছুই দাওনি...শুধু নিয়েছ...শুধুই নিয়েছ,
আগুনের হলকা আমার চোখে মুখে, আমার বুকে, আমার সারা শরীরে,
মন জ্বলে ছারখার হয় প্রতি নিঃশ্বাস-প্রশ্বাসে...
হে করুণাময় শান্তির অপর নাম যদি মৃত্যু হয়,
তো দাও আমায় মৃত্যুর চরম সুখ...
স্পন্দন হীন বুকে নিয়েচল মোরে সেখানে,
যেখানে সুখ, দুঃখ, হাঁসি, কান্নার কোন অস্তিত্ব নেই,
নেই ভালবাসা, নেই হিংসা, নেই লোভ-লালসা,
আছে শুধু অনন্ত নিস্তব্ধতা...আর আছে শান্তি...
.......................................
হে করুণাময়, তোমার কাছে এটাই আমার অন্তিম ইচ্ছে।।
০৩-০৮-২০১২
৩:১৫ AM
রচনাকাল : ২/৮/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।