তোমায় দেখেছি মসজিদের দরজায় তোমায় শুনেছি মন্দিরের ঘন্টায়। তোমায় অনুভব করেছি চার্চের নিস্ত্রব্দতায় তোমায় কল্পনা করেছি গুরুদ্বায়। তুমি ভগবান না আল্লাহ তুমি ইশা মসিহা না গুরু। তোমায় আমি চাই এই অবচেতনের মাঝে নিজের চেতনায়, তুমি জাগো মর শিরায় উপশিরায়। তুমি আছ জানি জগতের মাজে কখনো সক্ত, কখনো তরল সাজে। তুমি বহুরূপে বিরাজমান এই চলমান জগতে তবু না জানি মোরা হে প্রভু কি তোমার নাম কি তোমার পরিচয়?রচনাকাল : ১৪/১০/২০১২